মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

কুয়াশার দাপট কমলেও দিনাজপুরে বেড়েছে শীত

নিজস্ব প্রতিবেদক / ২৭০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন

দিনাজপুরে হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতে কুয়াশার দাপট কিছুটা কমে আসলেও বেড়েছে শীত।

বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা কিছুটা কমে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় হাড় কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষজন কাজ করতে সমস্যায় পড়ছেন। প্রচণ্ড ঠাণ্ডার কারণে কৃষি শ্রমিকদের মাঠে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা কিছুটা কমে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা বুধবার ছিলো ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১২-১৫ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »