শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

কোটচাঁদপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৯:২৭ অপরাহ্ন

ঝিনাইদহের কোটচাঁদপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও ছাগল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর এর কার্যালয়ের সামনে এই বিতরন কর্মসুচী পালন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম,১নং সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী,৫নং এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন,পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম সহ সমাজসেবা দপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারী বৃন্দ।ভিক্ষুকদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের এই মহতি উদ্যোগ বলে জানান উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন।এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত ৬ জন ভিক্ষুকের মাঝে ছাগল সহ নানা উপকরণ বিতরণ করা হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর