মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন

খান পার্টস শোরুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন

“খান পার্টস” প্রোপাইটার: মো: নাইমুন সাদিক খান (পার্থ খান)।

সোমবার বিকেলে কুষ্টিয়া মজমপুর ঝাউতলা মোড়, খান মঞ্জিলের সামনে “খান পার্টস” শোরুমের উদ্বোধনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন খান পার্টস-এর প্রোপাইটার: মো: নাইমুন সাদিক খান পার্থ। উদ্বোধনী ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজমপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম, স্থানীয় দোকান মালিক ব্যাবসিক সহ অনেকেই। “খান পার্টস” আপনার শখের মোটরসাইকেল টিকে আরো সুন্দর করে সাজাতে বা মডিফিকেশন করতে যা প্রয়োজন সব কিছুই পাবেন শোরুমটিতে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মডিফিকেশন করার সকল আইটেম যেমন স্টিকার, কিট, এলরিং মডিফাই কালেকশন সহ সব কিছুই পাবেন এবং আপনার প্রিয় মোটরসাইকেলটির সুরক্ষা বৃদ্ধির জন্য পাবেন বর্তমান যুগের সব থেকে জনপ্রিয় এবং কার্যকারী জিপিএস ট্র্যাকার এছাড়াও পাবেন গুনগত মান সম্পন্ন হেলমেট ও মবিল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুমের প্রোপাইটার: মো: নাইমুন সাদিক খান তারা বক্তব্যে বললে, গুনগত মানসম্মত প্রোডাক্ট গ্রাহকের হাতে তুলে দেওয়ায় আমার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!