বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

খিলক্ষেতে আরেক চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩২৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন

খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জয়দেব চন্দ্র দাস (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই চিকিৎসক মেসে থাকতেন। আজ সকালে তার খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে— কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।

তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছেন এখনও স্পষ্ট নয় বলে জানান ওসি।

মেসের আর কোনো সদস্য না থাকায় তার পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে নিকুঞ্জ থেকে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »