করোনা ও উপসর্গে খুলনার চার হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।
এর মধ্যে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে একজন, আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই, খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক সুভাষ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেন।