“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২৮ আগস্ট (শনিবার) থেকে মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে।
মৎস্য সপ্তাহ ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে উপজেলার স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রথম দিন সংবাদ সম্মেলন সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হাসান, এছাড়াও উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপিত শুরু হতে যাচ্ছে। মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রঅধিকারভুক্ত খাত। বিশ্বে মহামারী জনিত প্রতিকূল পরিবেশ দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খেতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। দেশের সাফল্য পরিমণ্ডলেও স্বীকৃত।