“স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বি.পি.ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ স্কাউটিং খোকসা শাখার সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মো. ইসহাক আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান , খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান সহ প্রমুখ ।এছাড়াও অনুষ্ঠানের প্রোগ্রাম-চীপ হিসেবে দায়িত্ব পালন করেন শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন , অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউট খোকসা শাখার সাধারণ সম্পাদক ও শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান (বিল্লু) । এই অনুষ্ঠানে খোকসা উপজেলার ২২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।