রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৮:০৮ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের উপজেলার চন্দননগর কলেজপাড়া ও পাঁড়ইল ইউনিয়নের নেহন্দো গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে ফাইজুদ্দিন ফাজু (৫৩), তাঁতিহার গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরীফ (৪০) এবং পাঁড়ইল ইউনিয়নের বুজরুক নেহান্দা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে হাসান (২২)।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন সঙ্গীয় নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজের সামনে স’মিলের সামনে থেকে মাদকসহ শরীফকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকার কুখ্যাত মাদক বিক্রেতা ফাইজুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই রাতেই এসআই সেলিমুজ্জামানের নেতৃত্বে অপর এক অভিযানে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বুজরুক নেহেন্দা গ্রামে অভিযান চালিয়ে হাসানকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »