বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩০৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৭:৫৭ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে ১ কেজি গাঁজাসহ রিপন হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রিপন হোসেন লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের হারিছ আলীর ছেলে।

মাদক ব্যবসায়ী রিপন হোসেন মাইলমারী গ্রামে গাজা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই‌ অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, মাদক ব্যবসায়ী রিপন হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »