চুয়াডাঙ্গার সদর এলাকা হতে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬,ঝিনাইদহ।রোববার (১০ই এপ্রিল ২০২২) র্যাব-৬, সিপিসি-২,গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়ডাঙ্গা জেলার সদর থানাধীন রাজাপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি সদর থানাধীন রাজাপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ বাবলু সরর্দার (৫০), পিতা- মৃত মাহাতাব সরর্দার,সাং-মনিরামপুর (মাষ্টার পাড়া),থানা-সদর,জেলা- চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে থেকে গ্রেফতারকৃতের নিকট হতে ৩.৫কেজি গাজা,০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।