রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলার সদর থানার কুতুরপুর বাজারস্থ এলাকা হতে ০৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-৬,ঝিনাইদহ।মঙ্গলবার (০১ মার্চ ২০২২) র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কুতুবপুর বাজারস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কুতুবপুর গ্রামস্থ কুতুবপুর বাজার এর মিতা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ মোতালেব মিয়া (৩৭),পিতা- মৃত সবদ আলী, সাং-আমিরপুর,থানা- চুয়াডাঙ্গা সদর,জেলা- চুয়াডাঙ্গা ও মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৮),পিতা- মোঃ তাহের মন্ডল, সাং-রায় লক্ষীপুর, থানা-আলমডাঙ্গা,জেলা- চুয়াডাঙ্গা,থেকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতদের নিকট হতে ০৬ কেজি গাঁজা,০২টি মোবাইল ও ০৪টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদেরকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »