মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে ব্রিটিশ টোব্যাকোর বনায়ন লীফ রিজিয়ন কর্মসূচির আওতায় তালের চারা রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
মেহেরপুর(-২)গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার নওপাড়া নবীনপুর মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বিএটিবির আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ,বিএটিবির এরিয়া ম্যানেজার এএসএম কামাল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস,মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি আল-আমিন হোসেন,গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম,বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান,বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবু,যুবলীগ নেতা সুজন আলী প্রমুখ।
এদিকে বনায়ন-মেহেরপুর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৫০ লক্ষ গাছের চারা বিনামূল্য বিতরণের কার্যক্রম হাতে নেয়। তারই অংশ হিসাবে মেহেরপুরে চারা রোপণের কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রবিউল ইসলাম।