মেহেরপুরের গাংনীতে বিভিন্ন স্কুলে বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্ট জাইকার সহযোগীতায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ১৬০ জোড়া প্লাস্টি বেঞ্চ ও ১৭৮টি সিলিং ফ্যান তুলে দেওয়া হয়।
এছাড়াও অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২০০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।
এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী,উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।