বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:১১ অপরাহ্ন

গাংনীতে ফেনসিডিল ও বন্দুকের কার্তুজ সহ আটক-২

নিজস্ব প্রতিবেদক / ৩০২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৭:২৪ অপরাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে ৪২ বোতল ফেনসিডিল ও ২ রাউন্ড বন্দুকের কার্তুজসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ সদস্যরা।

শুক্রবার ভোররাতে উপজেলার করমদী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- করমদী গ্রামের আইয়ুব আলীর দু’ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও আজাদ আলী (৪০)।

গাংনী থানা সূত্র জানায়, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে করমদী গ্রামের মোহাম্মদ আলী ও আজাদ আলীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘরের সিঁড়ির নীচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪২ বোতল ফেনসিডিল ও দুুই রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে। পরে তাদের দুই ভাইকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা হয়েছে। যা আদালতে বিচারাধীন রয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »