শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৫৮০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০:১৩ অপরাহ্ন

সরকারী আদেশ অমান্য করায় মেহেরপুরে গাংনীতে অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুরে পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

গাংনী পৌরসভা,বামন্দী ইউনিয়ন,সাহারবাটি ইউনিয়ন,কাথুলী ইউনিয়ন, রায়পুর ইউনিয়ন, তেঁতুলবাড়িয়া এবং ধানখোলা ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।

এসময় করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে সরকারি নির্দেশ অমান্য এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে ১২টি মামলায় ১৬ জনকে মোট ৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিথিলা দাস।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী,বিজিবি,পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »