সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

গাংনীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩৬৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২, ১০:২২ অপরাহ্ন

বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া মোহাম্মদপুর হাজী ভরষউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিটি পরিবারকে দায়িত্ব নিতে হবে। নিজের সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই সমাজ সুন্দর হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ।
এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Attachments area


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর