মেহেরপুরের গাংনীতে সাবেক এমপি মোহাম্মদ নূরুল হকের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সাহারবাটি মাদ্রাসায় ডাঃ এ এস এম নাজমুল হক সাগরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান সাবেক এমপি মোহাম্মদ নুরুল হক সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সাবেক এমপি মোহাম্মদ নুরুল হক ২৭শে আগস্ট১৯৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।তিনি গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জাতীয় গণপরিষদ সদস্য।তিনিই মেহেরপুর(-২)আসনের প্রথম নৌকা মার্কায় বিজয়ী এমপি ছিলেন।
এসময় সাহারবাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান টোকন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাহারবাটি জনকল্যাণমূলক দাতব্যসংস্থার সভাপতি শাহীন,জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহজাহান আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন,যুবলীগ নেতা আসিফ ফয়সাল চপল,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান শুভ, সাহারবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তুষার, যুগ্ম সম্পাদক ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারেক,প্রচার সম্পাদক আল আমিন,ছাত্রলীগ নেতা শিপন,তৌফিক,অন্তর,আকাশ,রাসেল,উজ্জ্বল,রাকিবুল,রাজিব,লিখন,রাহিব সহ আরও অনেক উপস্থিত ছিলেন।