মেহেরপুরের গাংনীতে করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মহিবুল হক মাষ্টার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকালে চুয়াডাঙ্গার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম উপজেলার হোগলবাড়ীয়ায় গ্রামের হাজীপাড়ার মৃত হারুন-অর-রশিদের ছেলে।
বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলামের ভাই মনিরুজ্জামান আতু জানান,মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরত ছিলেন,এরপরে সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে গাংনী পৌরসভা এলাকার চৌগাছা গ্রামে বসবাস করে আসছেন। করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার একটি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলামের মৃত্যুতে শিক্ষক সমিতি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।