মেহেরপুরের গাংনী পৌরসভার তত্ত্বাবধানে খাদ্য অধিদপ্তর কর্তৃক সুলভ মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পৌরসভার আওতাভুক্ত দুস্থ,অসহায় ব্যক্তিদের মাঝে এই খাদ্য সামগ্রী বিক্রয় করা হবে। এসময় বিক্রয় দর ধরা হয় ৫ কেজি চাল ৩০ টাকা ও ৫ কেজি আটা ১৮ টাকা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাংনী পৌর মেয়র আহমেদ আলী। এছাড়াও ট্যাগ অফিসার ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।