শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৮০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯:১৭ অপরাহ্ন

বরিশালের মুলাদীতে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের সাতানি কাছারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক কামাল বেপারী গাছুয়া ইউনিয়নের গলইভাঙা (আলীর মোড়) এলাকার সেকান্দার বেপারীর ছেলে। তিনি দৈনিক মজুরিতে গাছ কাটার কাজ করতেন।

এদিন বিকালে সাতানি কাছারি এলাকায় গাছ কাটার সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সাইমুম মাহমুদ মিশাদ জানান, গাছ থেকে পড়ে কামাল বেপারীর পা ভেঙে গেছে। মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে এবং বুকে চাপ লাগায় তার মৃত্যু হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »