বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

গুলশানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩১৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন

রাজধানীর গুলশানে ট্রাক উল্টে এক শিশু নিহত হয়েছে। এছাড়া শিশুটির পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

রোববার রাত সোয়া ১২টার দিকে আমেরিকান অ্যাম্বাসি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আ. রহিম ও মা শাহজাদী আক্তার (২৫)।

গুলশান থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, আমেরিকা অ্যাম্বাসির গ্যারেজের সামনের রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন তারা। হঠাৎ রিকশাটি একটি ট্রাকের সামনে পড়ে। এ সময় চালক ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে রিকশার। এতে রিকশায় থাকা তার চারজন আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »