শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ট্র্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক / ৩০৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে রিফাত শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের মুন্নু শেখের ছেলে। তিনি সেতুর কালনা-ভাটিয়াপাড়া সংযোগ সড়ক নির্মাণকাজে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ওসি মো. মাসুদ রায়হান জানান, রিফাত বাইসাইকেল চালিয়ে কাজের সাইটে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। এ সময় ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচের রেললাইন পার হতে গিয়ে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর