শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

ঘুরে আসুন চায়ের বাগান মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার নিউ সমনভাগে

নিজস্ব প্রতিবেদক / ৪৪০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৯:৫৫ অপরাহ্ন

যত দূর চোঁখ যায় কেবল সবুজের হাত ছানি, চির সবুজের সোভা আর বৃষ্টিস্নাত পাহাড়ি সৌন্দর্য দেখতে। ১৯ টি চা বাগানের সতেজ সবুজ পতায় পূর্ণ আছে সমনভাগ চা বাগানের নির্সগশোভা, নয়নাভিরাম প্রকৃিতির দৃশ্য, আর নৈসিক সৌন্দর্যে লীলাভূমি শ্রীমঙ্গল বেড়াতে যাওয়ার এখোনি সময়। যদি ও এখন বৃষ্টির সময়, তারপর ও অ্যাডভেঞ্চার পর্যটকরা প্রস্তুতি নিয়ে বেরি পড়তে পারেন এ সময়। প্রকৃতির বৈরিতার মাঝে ও এ বর্ষায় চা বাগান ঘেরা, প্রকৃতির অপরুপ সৌন্দর্যে সেজেছে নিউ সমনবাগ চা বাগান। যে দিকে চোঁখ যায়, উঁচু নিঁচু পাহাড়, পাহাড়ের বুক ঝুড়ে চা বাগানের সাড়ি, পাহাড়ি ঝর্না, চারিদিকে প্রকৃতির নজর কাড়া সৌন্দর্য, হাজার প্রকৃতির গাছ – গাছালি। দিগন্তজোড়া মাধবকুন্ড, আর নীল ঝলরাশি, ঢেউয়ের ছন্দ্র প্রাণ জুড়িয়ে যায়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »