বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক / ৩৫৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলমের ওপর একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বড়উঠান ইউনিয়নের বাদামতল এলাকায় ৭/৮জন সন্ত্রাসী বৃহস্পতিবার রাতের অন্ধকারে ওই হামলা করে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দারগার হাট পূজা মণ্ডপ পরিদর্শন শেষে নিজ বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহমীরপুর বাদামতল রাস্তার মাথায় এ হামলা হয়।

এ সময় তার মাথায় আঘাত লাগলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চেয়ারম্যান দিদারুল আলমের ওপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রিত করেছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »