শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৪৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৯:৪৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে আনারুল ইসলাম নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে। তিনি আইন বিষয়ে লেখাপড়া শেষ করে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন।

নিহতের পিতা শাহাজাহান আলী জানান, সকালে পানের বরজে পানি দিতে যায় আনারুল। সেখানে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক মোটরের তার ছিঁড়ে গিয়ে বিদ্যুতায়িত হয় সে।

সূত্র: যুগান্তর

পরিবারের সদস্যরা জানান, মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর