মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

ছোট হয়ে আসছে যানবাহনের সারি

নিজস্ব প্রতিবেদক / ২৮১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২, ৮:২৭ অপরাহ্ন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পাড়ি দিতে পোহাতে হচ্ছে না ভোগান্তি। ফেরিঘাটে ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে যানবাহনের সারি।

ঈদকে সামনে রেখে রোববার সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস ও যাত্রীর চাপ দেখা গেলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে লঞ্চ পারাপারের যাত্রী অন্যান্য দিনের চেয়ে তুলনায় বেশি ছিল।

পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী ২ কিলোমিটারজুড়ে যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি রয়েছে। সকাল সাড়ে ৮ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট গাড়ি, ২ শতাধিক যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক টার্মিনালে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় ছিল। দুপুরের পর যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির লাইন ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, সকাল থেকে ২১টি ফেরি দিয়ে বিরামহীন ভাবে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। ঘাটে কোনো ভোগান্তি নেই।

অপরদিকে সকাল থেকে পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৯টি লঞ্চ দিয়ে যাত্রী পার করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »