নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জলাশয় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের গুল্যাখালী গ্রামের জলাশয় থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজন জলাশয়ে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। তারপর তারা পুলিশকে খবর দেন।
পুলিশের একটি দল রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সদ্য ভূমিষ্ঠ একটি মেয়ে নবজাতকের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবর: যুগান্তর