কুড়িগ্রামে জোড়া লাগানো জমজ কন্যাসন্তানের জন্ম হয়েছে।
সোমবার রাতে শহরের হাঁটিরপাড় এলাকায় খান ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়।
শিশু দুটি বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. তৌফিকুল ইসলাম।
শিশু দুটির মা নাসরিন বেগম (২৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ জানান, চিকিৎসা শাস্ত্রের ভাষায় এটিকে কনজয়েনড টুইন বেবি বা সংযুক্ত যমজ শিশু বলা হয়। দেশে জোড়া লাগানো বেশ কয়েকটি শিশুর অস্ত্রোপচার হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব।
সূত্রঃ যুগান্তর