ঝিনাইদহে সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নে মাটিকুমড়া গ্রামে সোমবার সকাল ১০ ঘটিকার টার সময় জহির মিয়ার খেজুর বাগানে খেলা অনুষ্ঠিত হয়।খেলার উদ্বোধন করেন ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ নাজির উদ্দিন।এই খেলা দেখতে মাটিকুমড়া গ্রামসহ দূরদূরান্তের বিভিন্ন স্থানের নারী-পুরষ ও শিশুসহ বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ খেলাটি উপভোগ করতে জহির মিয়ার খেজুর বাগানে ভিড় করেন।এই খেলায় অংশ গ্রহন করেন বিভিন্ন জেলার নামি দামি ১৫টি সেরা লাঠিয়াল খেলার দল।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ইদ্রীস আলী,মোঃ রুহুল আমীন,মোঃ বাবু রহমান,রাঙ্গিয়ারপোতা ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ মাহাবুব হাসান, আতিকুর রহমান প্রমুখ।খেলার আয়োজন করেন জহির মিয়া,আরিফুল ইসলাম সহ মাটিকুমড়া গ্রামের একাধিক যুবকরা।প্রধান অতিথি কাজী নাজির উদ্দিন চেয়ারম্যান বলেন ঐতিহ্যবাহী লাঠি খেলা বিলুপ্ত হতে চলেছে তাই যারা এই খেলার আয়োজন করেছে তাদেরকে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।যুগ যুগ ধরে গ্রামবাংলার আবহমান কাল ধরে চলে আসছে এই লাঠি খেলা,কিন্তু সচরাচর এই খেলা আর তেমন দেখা যায়না।লাঠি খেলা নতুন প্রজন্মের কাছে এই পরিচিত ঘটাতে ঐক্যবদ্ধ ভাবে খেলোয়ারদের কাজ করেত হবে।যেন এই লাঠি খেলা গ্রামবাংলা থেকে না হারিয়ে যাই।