বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২, ১০:১০ অপরাহ্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মিলটির কৃষি বিভাগের আয়োজনে সোমবার দিনব্যাপী ঝিনাইদহ জোহান ড্রীম ভ্যালি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃপূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলা পরিনত হয়।দুপুরের খাবার পরিবেশন করা হয়।সেই সঙ্গে বনভোজনে আগত পরিবারগুলোর ছেলে মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন।দিনব্যাপী এ আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে রাফেল ড্র,খেলাধুলা, নাচ,গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়েজন করা হয়।বিকেলে মিলটির বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত অতিথিদের মাঝে উপহার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান,ডিবি ওসি আনোয়ার হোসেন,পার্কটির স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম,মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা।শত ব্যস্ততার মাঝে পরিবার-পরিজন নিয়ে এ বনভোজনে অংশগ্রহণ করতে পেরে খুশি কর্মকর্তা-কর্মচারীরা।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »