মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

ঝিনাইদহে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৯:৫২ অপরাহ্ন

মমিনুল হক দিপু নামে এক ব্যক্তিকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইদহ শহরের গয়েশপুর (মাষ্টারপাড়ার) নজির শেখের ছেলে আসাদ শেখ ও একই গ্রামের গোলাম সারোয়ারের ছেলে আমির হোসেন লালু।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,গত ৫ মার্চ শনিবার শহরের কাঞ্চননগর পাড়ার এনামুল হকের ছেলে মমিনুল হক দিপুকে জোরপুর্বক একটি ইজিবাইকে উঠিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে রেখে আসামীরা ৫ লাখ টাকা দাবী করে।দিপু জীবন বাঁচাতে তাদের ৮৮ হাজার টাকা দেয়।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতারের চেষ্টা চালায়।ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান,অবশেষে বুধবার রাতে পুলিশ আসামীদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় এবং চাঁদার ৮৮ হাজার টাকার মধ্যে ৭৫ হাজহার টাকা উদ্ধার করে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর