মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

ঝিনাইদহে এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৯৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৯:১০ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের কসাইপাড়া গ্রামে বিবি জান (৫২) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১০/০২/২২ ইং) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের আনা মিয়ার স্ত্রী।এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করেছে র‌্যাব।তবে আটক মধ্য বয়সী ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় যুবক মিরাজ উদ্দিন জানান, দুপুরে ছাগলের জন্য বাড়ি থেকে একটু দুরে মেহগনি বাগানে পাতা কাটতে যায় আমার কাকী বিবি জান।সেসময় সেখানে থাকা মধ্য বয়সী এক ব্যক্তি তাকে বাশের খুটি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনুমানিক বিকাল ৪ টার দিকে সে মারা যায়।স্থানীয় পোড়াহাটি ইউনিয়নের সদস্য শওকত আলী জানান,বিবি জান বিবস্ত্র অবস্থায় ছিল এবং তার মুখে কাপড় গোজা ছিল।পাশেই দাড়িয়ে ছিল মধ্য বয়সী ওই ব্যক্তি।আমাদের ধারনা ওই ব্যক্তি বিবি জানকে ধর্ষণ করতে গেলে বাধা দেওয়ার জেরেই এমনটি হয়েছে।আটক ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তি চায় আমরা।আমাদের ধারনা ওই ব্যক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার কারনে এখন পাগল সেজে অসংলগ্ন কথা বলছে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর এএসপি বান্না জানান,এ ঘটনায় আমরা এক জনকে আটক করেছি।সে হত্যাকান্ডের সাথে জড়িত কিনা তদন্ত করা হচ্ছে।এজন্য তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে।তদন্তে সে দোষী হলে তার নামে মামলা করা হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,আটক ব্যক্তি অসংলগ্ন কথা বার্তা বলছে।তার পরিচয় এখনও জানা যায়নি।তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বলা যাবে।লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »