ঝিনাইদহে কৃষাণী ও কৃষি উদ্যোক্তাদের মাঝে ঋনসহ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।শনিবার ঝিনাইদহ সার্কিট হাউজ মিলানায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিও।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।প্রধান আলোচক ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড’র এম ডি জাফর আলম।বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম,এস ভিপি সাদাত আহমেদ খান,হূমায়ন কবির ফকির,এ ভিপি আবুবকর সিদ্দিক,সিও’র নিবার্হী পরিচালক সামছুল আলম।অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষাণ-কৃষাণীদের আত্ম নির্ভরশীল করে গড়ে তোলার জন্য স্বল্পসুদে ১ কোটি টাকার ঋণ ও ২’শ পরিবারের মাঝে জিংকসমৃদ্ধ চাউলসহ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।