মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৮:২৬ অপরাহ্ন

ঝিনাইদহ হতে চোরাই মোটর সাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করছে র‌্যাব-৬।মঙ্গলবার (১৫ মার্চ ২০২২ ইং) রাতে র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন শিতলী বাজার এলাকায় কতিপয় চোর,চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে উক্তস্থানে অভিযান পরিচালনা করার সময় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার চরপাড়া গ্রামের মোঃ সদর উদ্দিনের ছেলে মোকাদ্দেস আলী শাহ (৪৮) কে গ্রেফতার করে।এসময় উপস্থিত সাক্ষীদের সামনে হতে চোরাইকৃত ০১টি মোটর সাইকেল,০১টি মোবাইল,০২টি সিমকার্ড এবং নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়,ও আসামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর