‘পল্লী সঞ্চয় ব্যাংক উপহার,শেখ হাসিনাই রুপকার’এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সদর উপজেলা কার্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়।এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মিথিলা ইসলাম।এসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ বলেন,গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের দারিদ্র দুর করনের অন্যতম সেবার কাজ করে চলেছেন পল্লী সঞ্চয় ব্যাংক।কোভিড ১৯ ঋণ থেকে শুরু করে কর্মসৃজন, ক্ষুদ্র ও এসএমই ঋণ যা ৫% থেকে ৮% সুদে এ ব্যাংক ঋণ দিয়ে থাকে। এছাড়াও এসকল কাজের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নের কথা তুলে ধরেন বক্তারা।উদ্বোধন ও আলোচনা সভা শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে ঝিনাইদহ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মিথিলা ইসলামের হাতে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।পরে দোয়া মোনাজাত করা হয়।