সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৪ অপরাহ্ন

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১১:৩৪ অপরাহ্ন

ঝিনাইদহের খাজুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে গত দুই বছর পর আবারও হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।রোববার (১৩/০৩/২২ ইং) বিকাল আনুমানিক ৩ টার দিকে আবন মন্ডল (৪৫) নামের এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।সে খাজুরা পশ্চিম পাড়া এলাকার সালামত মন্ডলের ছেলে।স্থানীয়রা জানায়,বিকালে শহর থেকে বাড়ি ফিরছিল আবন মন্ডল।সেসময় খাজুরা পশ্চিম পাড়ার ছাদেক মোড়ে পৌছালে প্রতিপক্ষ কয়েকজন ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতারে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পূর্বের একটি হত্যাকান্ডের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,ঝিনাইদহ সদর পৌর এলাকার খাজুরা গ্রামে ২০২০ ইং সালের ৯ জুন রাতে স্থানীয় জাহিদ হোসেনের নের্তত্বে ৪০/৫০ জন বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করে।এই যোগদানের মাধ্যম ছিল জনৈক লিটন নামের এক ব্যক্তি।এর জেরে সেই ঘটনার পরদিন ১০ জুন সকালে খাজুরা গ্রামে আওয়ামীলীগ কর্মী ও স্থানীয় গ্রুপের নেতা আবন মন্ডল ও শরিফুল ইসলাম গ্রুপের সমর্থকরা অপর সেচ্ছাসেবকলীগ কর্মী ফারুক হোসেনকে খাজুরা গ্রামেই কুপিয়ে ও পিটিয়ে আহত করে।পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায় ফারুক হোসেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!