সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

ঝিনাইদহে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ১ জন

নিজস্ব প্রতিবেদক / ৩৮৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ পূর্বাহ্ন

ঝিনাইদহে পাচারের সময় প্রায় ৫০ লাখ টাকা মুল্যের স্বর্ণালংকারসহ রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।শুক্রবার সকালে ঝিনাইদহ -চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার সরকারী ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।সে চাঁদপুর জেলার হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে।ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান,চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারী ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ।সেসময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাসী করে রফিকুল ইসলামকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম স্বর্ণ।এই স্বর্ণালঙ্কার চুয়াডাঙ্গা জেলার বারোবাজার এলাকা থেকে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।ডিবি ওসি আরো জানান,১ কেজি ৪শ’ ২৫ গ্রাম এই স্বর্ণালংকারের মধ্যে কিছু পাথরও রয়েছে।সেই সাথে ১৮ ও ২২ ক্যারেটের স্বর্ণ রয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর