রোজ শুক্রবার বেলা ১১ টায় ঝিনাইদহ শহরের আজাদ রেস্ট হাউজের দ্বিতীয় তলায় বাসদ কার্যালয়ে ”দুর্নীতি দুর্বৃত্তয়নের রাজনীতি রুখে দাড়াও,জনগণের গণতান্ত্রিক সরকার গড়ে তোলা ”এই শ্লোগানের ভিত্তিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কস বাদী) এর জেলা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ মোফাজ্জেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কস বাদী) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমঃ ইকবাল কবির জাহিদ,কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ সামছুজ্জামান আখতার,কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্যা ও জেলার সাধারন সম্পাদক সাংবাদিক সাহিদুল এনাম পল্লব, জেলা কমিটির সদস্য নারী নেত্রী কমঃ স্বপ্না সুলতানা, কমঃ আব্দুর রাজ্জাক,কমঃ রাজা, কমঃ নজরুল ইসলাম মাস্টার,উজ্জ্বল প্রম্মুখ। বর্ধিত সভায় ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলার প্রতিনিধি গন উপস্থিত ছিল।বর্ধিত সভায় বাম ঐক্য গড়ে তুলে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম বেগমান করার আহ্বান জানান হয়।