মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১০:০২ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮/০৪/২২ ইং) সকালে চোরকোল গ্রামের ময়নার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে।মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত জাহা বক্স’র ছেলে।স্থানীয়া জানান,সকালে ময়নার খাল নামক নতুন ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিল সাইদুল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ওই বাড়ীর বিদ্যুতের মিটার খুলে যায়। সোমবার সকালে বিদ্যুতের মিটার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!