বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে মহাসড়কে দূর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ মাসে ৩৪ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৯:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহে পবিত্র মাহে রমজানের সময় মহাসড়কে দুর্ঘটনা কমাতে তিন চাকার যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ-মাগুরা সড়ক,ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে অভিযান পরিচালনা করেন তারা। সেসময় অধিক যাত্রী নিয় চলাচলকারী ইজিবাইক ও মাটি নিয়ে চলাচলকারী ট্রলিসহ বিভিন্ন যানের বিরুদ্ধ ১৩ টি মামলা করা হয়।এসময় পাঁচটি ইজিবাইক আটক করা হয়।এ নিয়ে হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী ২০২১ সালের ২৫ অক্টোবর যোগদানর পর থেকে এ পর্যন্ত ৩৪ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।এসময়ে অবৈধ চলাচলকারী ১০২৭ টি তিন চাকার যানের বিরুদ্ধে মামলা করা হয়।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান,ঈদের আগে সড়কে চলাচল বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাও বাড়ে। দুর্ঘটনা রোধে রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি।তিন চাকার যানের বিরুদ্ধে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনে ও মহাসড়কে এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বদা কাজ করছি।তিনি আরো জানান,হাইওয়ে পুলিশের ওই টিম সড়কে চলাচলকারী বিভিন চালকদের হেলমেট ব্যবহার ও সড়ক আইন মেনে চলতে অনুরোধ করেন। এসময় সঠিক কাগজপত্র সাথে রাখতেও পরামর্শ দেন।আইন অমান্যকারীদর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন আরো জানান,আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করছি।এছাড়া হাইওয়ে পুলিশের নামে কিছু দালালচক্র চাঁদাবাজি করছে,তাদের উপর আমরা নজর রাখছি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!