ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএস টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ,পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তরিকুল ইসলাম।উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। আয়োজকরা জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে।এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন শিক্ষার্থী অংশ নিবে। পরে পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের দুই সাতাঁরু বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।