রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২, ৭:৫৩ অপরাহ্ন

ঝিনাইদহে র‌্যাব-৬ এর অভিযানে আতিয়ার হত্যা মামলার প্রধান আসামী আপন ভাতিজা গ্রেফতার।গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ঝিনাইদহ জেলার সদর থানাধীন চরখাজুরা এলাকায় পূর্বের পারিবারিক কলহ ও নিজ জমিতে বাঁশ কাঁটাকে কেন্দ্র করে ভিকটিম আতিয়ার রহমান(৬৫)কে তার আপন ভাতিজা রমজান আলী(২৪)নিজ হাতে এলোপাথাড়ি ভাবে মেরে ও পরবর্তীতে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর যখম ও আহত করে। অচেতন অবস্থায় পরবর্তীতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এ বিষয়ে ভিকটিমের স্ত্রী মোছা: ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
মঙ্গলবার (০১ মার্চ ২০২২) র‌্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,উক্ত হত্যা মামলার প্রধান আসামী রমজান মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া বাজারস্থ গোরস্থান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে নিজ চাচা হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ রমজান আলী (২৪), পিতা- মোঃ আলামিন মন্ডল,সাং-চর খাজারা,ঝিনাইদহ সদর,জেলা ঝিনাইদহ’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী’কে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »