রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৮৭

নিজস্ব প্রতিবেদক / ৫০৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৪:১৩ অপরাহ্ন

ঝিনাইদহে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু’র সংখ্যা। কোনোভাবেই কমছে না এ সংখ্যা। সীমান্তবর্তী এ জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় ২৮২ টি নমুনা পরীক্ষায় ৮৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় করোনায় ৭ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর ল্যাব থেকে ২৮২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৮৭ জন আক্রান্ত হয়েছে।এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৭, শৈলকুপায় ১৫, হরিণাকুণ্ডুতে ১১, কালীগঞ্জে ১১, কোটচাঁদপুরে ১২ ও মহেশপুরে ১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন ও জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯’শ ৪৫ জনে, সুস্থ হয়েছেন ৩ হাজার ৬’শ ৫, মৃত্যু হয়েছে ১৫৩ জনের।জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৬’শ ৭১ জনের, মোট ফলাফলের সংখ্যা ২১ হাজার ১’শ ৪৭, মোট নেগেটিভ ফলাফল ১৫ হাজার ২’শ টি।উপজেলা ভিত্তিক আক্রান্তের মোট সংখ্যা ঝিনাইদহ সদরে ২ হাজার ৬’শ ৩৩ জন, শৈলকুপায় ৭’শ ৯৮, হরিণাকুন্ডুতে ৪’শ ৬২, কালিগঞ্জে ১ হাজার ৯০, কোটচাঁদপুরে ৫’শ ১২ ও মহেশপুর উপজেলায় ৪’শ ৫০ জন আক্রান্ত হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »