বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নিজস্ব প্রতিবেদক / ৩৪২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়ীয়া বাজার এলাকায় কতিপয় ব্যক্তি জুয়া খেলছে সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দল ওই এলাকায় অভিযানে যায়।সেসময় র‌্যাব কুশাবাড়িয়া বাজারের নিশান জিশান সিজান ফার্নিচার দোকানের সামনে থেকে জুয়াড়ীরা পালানোর চেষ্টাকালে ধনঞ্জয়পুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মজনু ৩৬) আফছার মোল্লার ছেলে আলমগীর (৩০) টিকারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হারুন মোল্লা (৪০) শমশের জোয়ার্দ্দারের ছেলে মাজেদুল ইসলাম (৩৫) নারবাড়িয়া গ্রামের সামছদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) সোবহানের ছেলে উজ্জল (২৩) সমশপুর গ্রামের নাসির বিশ্বাসের ছেলে আফাঙ্গীর (২৫) সোনাতনপুর গ্রামের সদরদ্দিন বিশ্বাসের ছেলে রাজা বিশ্বাস (৩৫) ও মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সিরাজুল মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৪০)।তাদের কাছ থেকে ০২ (দুই) প্যাকেট তাস, নগদ ৫৯,৬৫৮/- (ঈনষাট হাজার ছয়শত আটান্ন) টাকা,১৮টি সিমকার্ডসহ ০৯টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর