ঈদের তৃতীয় দিনেও সাভারের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরী ট্যানারিতে কাঁচা চামড়া আসছে। আর এতে করে ব্যস্ততা বেড়েছে চামড়া শিল্প কারখানাগুলোতে।
ট্যানারি মালিকরা জানায়,ঈদের তৃতীয় দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা চামড়া আসছে কারখানাগুলোতে। কাঁচা চামড়া গুলো শ্রমিকরা লবণ দিয়ে রাখছেন।
এদিকে বেশী দামের আসায় খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচা চামড়া কিনে সাভারের আমিনবাজারে চামড়া স্তুপ করে রাখরছে চামড়া ব্যবসায়ীরা।