চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিডওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গাড়ি দুটির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেছে। এ সময় আহত হয়েছেন কাভার্ডভ্যান চালক।
নিহতরা হলেন- উপজেলার আধুনগর পেঠানেরপাড়ার হারুনুর অর রশিদের ছেলে মিনিট্রাক চালক মাহফুজ (২২) ও সাতগড় দক্ষিণ হরিনা মোস্তাক হাজিপাড়ার আসহাব মিয়ার ছেলে কপিল উদ্দিন (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্রঃ যুগান্তর