নওগাঁর আত্রাইয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রূপালী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার বেলা ১১টার দিকে আত্রাই রেলস্টেশনের বিহারীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রূপালী উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ধুলাউড়ী গ্রামের সৌদি প্রবাসী খাইরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এ সময় ওই গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এর ফলে তার দেহ টুকরো টুকরো হয়ে যায়। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর লাশের টুকরো অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
সূত্র: যুগান্তর