সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

ঢাকায় এক দিনে ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক / ৫৪১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১, ৯:৩২ পূর্বাহ্ন

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫ জন রোগী রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।করোনার ঊর্ধ্বগতির মধ্যে ডেঙ্গুর হানা উদ্বেগ বাড়িয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন ৮৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোটেট ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। এছাড়াও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৩ জন রোগী ভর্তি হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর