রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

ঢাকায় মানুষ বাড়ায় গ্রেফতারও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক / ৪৩৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৮:৫৮ অপরাহ্ন

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে কারখানা খোলার পর ঢাকায় মানুষের চলাচল বেড়েছে।এতে মানুষজন বাড়ায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন বেশি।ঢাকায় রোববারের তুলনায় সোমবার ৪২ জন বেশি গ্রেফতার হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশের তথ্যে দেখা যায়।ঢাকায় গ্রেফতার হয় ৩০৩ জন; যা লকডাউনের ১১ দিনের মধ্যে সবচেয়ে কম। সোমবার গ্রেফতার হয়েছে ৩৪৫ জন।

সোমবার বিকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফখাতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লকডাউন অমান্য করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার অভিযোগে ৩৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩৬৬টি গাড়িকে মোট ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »