মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক / ২৭২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৭:২৬ অপরাহ্ন

ঝালকাঠিতে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সদর উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর মিরাজ নৈকাঠি গ্রামের সত্তার শেখের ছেলে।

মিরাজের পরিবারের অভিযোগ, সদর উপজেলার কেওড়া ইউপি সদস্য নজরুল ইসলাম তার দলবল নিয়ে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

মিরাজের মা মাকসুদা বেগম অভিযোগ করেন, ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে পুরনো বিরোধের জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন।

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, লাশের ময়নাতদন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »